চট্টগ্রাম প্রেসক্লাবের বার্ষিক আনন্দ সম্মিলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

বর্ণিল ও বর্ণাঢ্য আয়োজনে পর্যটননগরী কক্সবাজারে অনুষ্ঠিত হলো চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক আনন্দ সম্মিলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
গত মঙ্গলবার কক্সবাজারে অনুষ্ঠিত আনন্দ আয়োজনে প্রেস ক্লাবের দুই শতাধিক সদস্য এবং তাদের পরিবারের সদস্য মিলিয়ে ছয় শতাধিক লোক এ আয়োজনে অংশ নেয়। সদস্য ও পরিবারের সদস্যদের অংশগ্রহণে আনন্দ আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফল ড্র, খাওয়া-দাওয়া, ঘুরে বেড়ানো মিলিয়ে বাৎসরিক এ আয়োজন পরিণত হয় মিলনমেলায়। রাতে সাগরতীরে অবস্থিত হোটেল কক্স টু’ডে মিলনায়তনে আনন্দ সম্মিলনে সংক্ষিপ্ত আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মিলনীতে বক্তব্য রাখেন কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, বিএফইউজের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, হোটেল কক্স টুডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কৈয়ুম চৌধুরী। উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি মনজুর কাদের মনজু, সাংস্কৃতিক সম্পাদক রুপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়–য়া দেবু, লাইব্রেরি সম্পাদক রাশেদ মাহমুদ, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আইয়ুব আলী, কার্যকরী সদস্য ম শামসুল ইসলাম, স ম ইব্রাহীম, মোহাম্মদ আলী ও কাজী আবুল মনসুর।
আলোচনা শেষে ছিল ক্লাবের সদস্যদের জন্য আকর্ষণীয় র‌্যাফেল ড্র। এতে বিজয়ী ছাড়াও সকল সদস্যের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা ছিল। র‌্যাফেল ড্র অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক রুপম চক্রবর্তীর সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী রাজশ্রী আচার্য, লিজা ও আলাউদ্দিন তাহের। এছাড়া চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য বিশ্বজিৎ বড়–য়া ও দেবদুলাল ভৌমিকের স্ত্রী কান্তা দে সংগীত পরিবেশন করে শ্রোতাদের মন জয় করেন।