চট্টগ্রাম দক্ষিণের পটিয়ায় ফের শ্রেষ্ঠ শিক্ষিকা হলেন মিলি

নিউজ ডেস্ক : চট্টগ্রাম দক্ষিণের পটিয়া উপজেলায় দ্বিতীয় বারের মত শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন ফয়েজুন্নেছা মিলি। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪-এ এই শ্রেষ্ঠত্ব অর্জনে নির্বাচিত হয়েছেন তিনি। ফয়েজুন্নেছা মিলি উপজেলার এয়াকুবদন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন। এর আগে ২০২৩ সালেও পটিয়া উপজেলার শ্রেষ্ঠ সহকারী প্রাথমিক শিক্ষকের পদক অর্জন করেন তিনি।

ফয়েজুন্নেছা মিলির বাড়ি চট্টগ্রামের বাঁশখালী পৌরসভায়। তার স্বামী নাছির উদ্দীন সুপ্রিম কোর্ট ও দায়রাজজ আদালতের আইনজীবী। পাশাপাশি রাজনীতির সঙ্গেও জড়িত রয়েছেন তিনি ।