চট্টগ্রামে নকল স্বাস্থ্য পণ্য বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি বন্ধে চট্টগ্রাম জেলা প্রশাসন থেকে নিয়মিত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হচ্ছে।
আজ শুক্রবার (১৭ জুলাই) চট্টগ্রাম জেলা প্রশাসন ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে খুলশী,বায়োজিদ,চাদগাঁও,পাঁচলাইশ ও চকবাজার এলাকায় এ অভিযান চালায়। এসময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এসময় চট্টগ্রাম মেডিকেল কলেজ রোড এর শাহ আমানত ফার্মেসীকে অননুমোদিত ঔষধ ও নকল স্বাস্থ্য সামগ্রী বিক্রির জন্য ১০০০০ টাকা জরিমানা করা হয়।পাশাপাশি একই মার্কেটের নিরাময় ফার্মেসীকে নকল স্বাস্থ্য সামগ্রী বিক্রি করার কারণে ২০০০ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে ম্যাজিস্ট্রেট মোঃ জিল্লুর রহমানের নেতৃত্বে বাকলিয়া,সদরঘাট, ডবলমুরিং,কোতোয়ালী ও হালিশহর এলাকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ৫ টি থানার বিভিন্ন জায়গায় করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা,মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের বিষয়ে সচেতন করা হয়। এসময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করার কারনে কোতোয়ালি থানার অধীন ক্যাফে মমতাজ রেস্টুরেন্টকে ২০০০ টাকা জরিমানা করা হয়। অপর দিকে সদরঘাট থানার অধীন নেওয়াজ হোটেলের লাইসেন্স না থাকায় ৫০০০ টাকা জরিমানা করা হয়।
হোম বৃহত্তর চট্টগ্রাম চট্টগ্রাম জেলা প্রশাসনের অভিযানে নকল স্বাস্থ্যপণ্য ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবারে জরিমানা