চট্টগ্রাম চিড়িয়াখানায় গতকাল রোববার সন্ধ্যায় একটি চিত্রা হরিণ বাচ্চা প্রসব করে বলে জানান চট্টগ্রাম চিড়িয়াখানার চিকিৎসক শাহাদাৎ হোসেন শুভ।
আগে চিড়িয়াখানায় ছয়টি মেয়ে ও চারটি পুরুষ চিত্রা হরিণ ছিল। নতুন সদস্যকে নিয়ে এ পরিবারে মোট সদস্য সংখ্যা ১১টিতে দাঁড়ালো।
হরিণ শাবকটি মায়ের কাছে থাকায় এখনও তার লিঙ্গ নির্ধারণ করা যায়নি বলে চিকিৎসক শাহাদাৎ জানান।
চট্টগ্রাম চিড়িয়াখানায় বর্তমানে চিত্রা, সাম্বার ও মায়া- এ তিন প্রজাতির হরিণ রয়েছে।