বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি বলেছেন, চট্টগ্রামের সমস্যা সমাধানে কাজ করতে যাচ্ছে সরকার। তাই মেগা প্রজেক্ট হাতে নিয়েছেন। আগামী ১০০ বছরের ডেল্টা প্ল্যানের মধ্যেও চট্টগ্রামকে পরিবর্তন করার বিষয়টি উঠে এসেছে। কর্ণফুলী টানেলের মত প্রকল্প বাস্তবায়ন হলে চট্টগ্রামের চেহারা পাল্টে যাবে। ব্যবসায়িদের দুঃখ কোথায় আমি বুঝি। কারণ আমি নিজেও একজন ব্যবসায়ী। চেয়ারে বসেছি মাত্র ক’দিন হলো। চট্টগ্রামের ব্যবসা বাণিজ্যে বিস্তারে যে সকল আমলাতান্ত্রিক প্রতিবন্ধকতা আছে তা দূর করতে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।
বুধবার (৬ মার্চ) বিকেলে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বাণিজ্য মন্ত্রী বলেন, চট্টগ্রামে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা রয়েছে। এ শিল্পকে সুন্দরভাবে গড়ে তুলতে পারলে অর্থনৈতিক চাকারও পরিবর্তন ঘটবে। আমাদের জোরে শোরে পর্যটন শিল্পের প্রতি নজর দিতে হবে।
চট্টগ্রাম বন্দরের পরিচালনা কমিটিতে ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রতিনিধি রাখা হবে জানিয়ে মন্ত্রী বলেন, চট্টগ্রামে ১৩ টনের বেশি মালামাল পরিহন সংক্রান্ত দীর্ঘদিনের বৈষম্য দূর করতে উদ্যোগ নেয়া হবে। আমি আপনাদের সাথেই আছি এবং ভবিষ্যতেও থাকবো।
ব্লু ইকোনমি প্রসঙ্গে মন্ত্রী টিপু মুনশি বলেন, ব্লু ইকোনমির একমাত্র দ্বার হচ্ছে চট্টগ্রাম। আমরা ব্লু ইকোনমির অপার সম্ভাবনা দেখতে পাচ্ছি।
পরে ২৭তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার আনুষ্ঠানিক ঘোষণা করেন মন্ত্রী।
আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
বক্তব্য রাখেন মেলা কমিটির সভাপতি নুরুন নেওয়াজ সেলিম। এসময় চট্টগ্রাম চেম্বারের পরিচালক বৃন্দ ও আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।