চট্টগ্রাম জেলা আদালতের হাজতখানা থেকে কারাগারে নেওয়ার সময় সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে অস্ত্র মামলার এক আসামি পালিয়ে গেছে। পলাতক হুমায়ুন রশিদ মামুন (২২) মিরসরাই উপজেলার বারৈয়ারহাট পৌরসদরের বাসিন্দা।
রোববার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার শান্তির হাট বাজার এলাকা থেকে একনলা বন্দুকসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন হুমায়ুন। এ ঘটনায় পরে মামলা হয়।ওই মামলায় সোমবার তাকে আদালতে হাজির করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশের ওসি (প্রসিকিউশন) এএইচএম মশিউর রহমান বলেন, অস্ত্র মামলায় হুমায়ুন রশিদ মামুনকে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর তাকে এনে আমাদের কাস্টডিতে রাখা হয়। বিকাল সাড়ে তিনটার দিকে সব আসামিকে একসঙ্গে কারাগারে পাঠানোর জন্য গাড়িতে তোলা হচ্ছিল। এসময় কোনো এক ফাঁকে সে পালিয়ে যায়।যারা দায়িত্বে ছিলেন তাদের শৈথিল্যের কারণে এ ঘটনা ঘটেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওই আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।”
হুমায়ূনের বিরুদ্ধে আরো কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছেন জোরারগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই মো. ফরহাদ।