চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুন্ডে বাসের ধাক্কায় প্রাথমিক বিদ্যালয়ের একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে বাড়বকুন্ড বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত নিরোধ নাথ (৬০) বাড়বকুন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। নিহতের ছেলে অ্যাডভোকেট ভবতোষ নাথ চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক।

ফায়ার সার্ভিসের সীতাকুন্ড স্টেশর অফিসার ওয়াসি আজাদ বলেন, রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় নিরোধ নাথ গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।