রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় আবু বকর সিদ্দিকী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২৩ মার্চ) দিনগত রাত আড়াইটার দিকে নগরীর আগ্রাবাদের বাদাতলী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু বকর বগুড়া সদরের আলাউড়া এলাকার মতিউর রহমানের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার জানান, আগ্রবাদের বাদামতলী মোড়ে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এক ব্যক্তি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।