চট্টগ্রামে সিগারেটের আগুনে পুড়লো ৪ ঘর

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার কাজীর দেউড়ি এলাকায় আগুনে চারটি বসত ঘর পুড়েছে।

বৃহস্পতিবার বিকেলে সিগারেট থেকে এই আগুনের সূত্রপাত ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন বলেন, আগুনে আবদুল মান্নানের মালিকানাধীন চারটি কাঁচা বসত ঘর পুড়ে এক লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয় জানিয়ে তিনি বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চারটি গাড়ি আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।