চট্টগ্রামে সাতকানিয়া লোহাগাড়া ছাত্রযুব কল্যাণের পরিষদের পুরষ্কার বিতরণ

ছাত্রলীগের নেতৃত্বে আসতে হলে লেখাপড়া করতে হবে । মেধা ও মননচর্চার জন্য বেশি করে বিভিন্ন বিষয়ের বই পড়তে হবে । তবেই ছাত্ররাজনীতি আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের পথে সম্পূরক শক্তি হয়ে কাজ করবে ।

সম্প্রতি চট্টগ্রামে সাতকানিয়া লোহাগাড়া ছাত্রযুব কল্যাণ পরিষদের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই সামগ্রী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে একথা বলেন, আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন ।

মুরিদুল আলম রুবেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় আরো বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মামুনুল হক চৌধুরী সহ অন্যান্যরা।