চট্টগ্রামে সফরে আসলেন ভারতীয় কোস্টগার্ডের মহাপরিচালক

চট্টগ্রামে সফরে আসলেন ভারতীয় কোস্টগার্ডের মহাপরিচালক রাজেন্দ্র সিং । 
মঙ্গলবার  সকাল পৌনে ১১টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম ওয়াসিম মকসুদ।

এরপর তিনি বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ তাজউদ্দিনের অধিনায়কের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, পরিদর্শন ও ক্রেস্ট বিনিময় করেন।

তিনি কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট ও জোনাল কমান্ডার পূর্ব জোনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, ক্রেস্ট বিনিময় করেন। রাতে আইসিজি শৌনক’র সৌজন্যে আয়োজিত বাংলাদেশ কোস্টগার্ডের ওপিভিতে নৈশভোজে অংশ নেবেন।

নৈশভোজে সামরিক বহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেবেন।

আলোচ্য সফর বাংলাদেশ ও ভারতীয় কোস্টগার্ড তথা দুই দেশের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে।