চট্টগ্রামে শিকলে বাঁধা প্রতিবন্ধী নারীর আগুনে পুড়ে মৃত্যু

 

চট্টগ্রামের চান্দগাঁয়ে আগুনে পুড়ে মৃত্যু হয়েছে মানসিক প্রতিবন্ধী এক নারীর, যাকে ঘরে শিকলে বেঁধে রাখা হয়েছিল।

বুধবার বেলা একটার দিকে কাপ্তাই রাস্তার মাথার পল্টন বাড়িতে রান্নার চুলা থেকে আগুন লাগে বলে আগ্রাবাদ ফায়ার সাভির্সের উপ সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান।

মারা যাওয়া শামসুন্নাহার (৩০) ওই এলাকার মৃত আবদুস সামাদের মেয়ে।

জসিম উদ্দিন জানান, ফায়ার সাভির্সের চারটি গাড়ি দুপুর সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়।

তিনি বলেন, “ঘরে শিকল দিয়ে বাঁধা অবস্থায় থাকা শামসুন্নাহার আগুনে দগ্ধ হয়ে মারা যান।”

আগুনে চারটি কাঁচা ঘর পুড়ে আনুমানিক চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।