চট্টগ্রামে যুবলীগ কর্মী খুন, রাজধানীতে আটক ৪

চট্টগ্রামে যুবলীগ কর্মী মহিউদ্দিন হত্যাকাণ্ডের অন্যতম আসামী আলী আকবরসহ চারজনকে রাজধানী খিলক্ষেত থেকে আটক করেছে পুলিশ। আলী আকবর আওয়ামী লীগ নেতা হাজী ইকবালের ছেলে।

মঙ্গলবার (০৩ এপ্রিল) গভীর রাতে ঢাকার খিলক্ষেতে যুব মহিলা লীগের এক নেত্রীর বাসায় অভিযান চালায় পুলিশ।

চট্টগ্রাম নগর পুলিশের উপ কমিশনার (বন্দর) হারুন -অর-রশীদ হাজারী বলেন, হাজী ইকবালসহ হত্যাকারীদের কয়েকজন ঢাকায় এক আওয়ামী লীগ নেত্রীর বাসায় আশ্রয় নিয়েছিল। আমরা অভিযান শুরুর পর ওই নেত্রী হাজী ইকবালকে দেওয়াল টপকে পালিয়ে যেতে সহায়তা করেন। বাকি চারজনকে পালানোর সময় ধরতে পেরেছি।