চট্টগ্রামে ম্যানহোলে পড়ে যাওয়া শিশু জীবিত উদ্ধার

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদে ম্যানহোলে পড়ে গিয়ে আটকে থাকা মো. মোশাররফ হোসেন (১৩) নামে এক শিশুকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ।

মঙ্গলবার বিকাল আড়াইটার দিকে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে মোশাররফ হোসেন উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। মো. মোশাররফ হোসেনের গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. রেজাউল কবির জানান, বেলা সাড়ে ১২ টার দিকে আগ্রাবাদ গোসাইলডাঙ্গা মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় ম্যানহোলে পড়ে যান মো. মোশাররফ হোসেন নামের ১৩ বছরের শিশটি। শিশুটির চিৎকারে পথচারীরা ফায়ার সার্ভিসকে খবর দিলে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর আড়াইটার দিকে তাকে উদ্ধার করতে সমর্থ হন ফায়ার সার্ভিস কর্মীরা। এরপর তাকে প্রাথমিক চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, শিশুটিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে ।