চট্টগ্রামে মোবাইল ফোনের দোকানে আগুন, শতাধিক মোবাইল পুড়ে ছাই

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার শাহ আমানত সিটি করপোরেশন সুপার মার্কেটের একটি দোকানে আগুন লেগে শতাধিক মোবাইল সেট আগুনে পুড়ে গেছে। শুক্রবার সকালের দিকে এ অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশনের উপ সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন জানান, জুবুলি রোডের শাহ আমানত মার্কেটের চারতলা মার্কেটের তৃতীয় তলায় এসএইচ টেলিকমে নামে একটি মোবাাইল ফোনের দোকোন আগুন লাগে। খবর পেয়ে নন্দনকানন স্টেশন থেকে দুটি গাড়ি পাঠানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আধঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হয়, বৈদ্যুতিক গোলযোগ থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে । আগুণে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।