চট্টগ্রাম নগরীতে নিজ বাড়ির পানির ট্যাঙ্ক থেকে বৃদ্ধা মা ও মেয়ের লাশ উদ্ধারের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যার ঘটনায় এক স্বজনসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
রোববার রাতেই সন্দেহভাজন হিসাবে নিহতদের স্বজন মুশফিকুর রহমান ও তার দোকানের কর্মচারী ইমনকে আটক করে পুুলিশ।
আটক মুশফিকুরের বাড়ি সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে। হত্যাকা-ের খবর পেয়ে তার আরেক ভাই বেলাল উদ্দিন ঘটনাস্থলে এসেছিলেন।
খুলশী থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন জানান, রোববার রাতে নিহত মনোয়ারা বেগমের ছেলে মোস্তফিজুর রহমান বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে খুলশী থানায় হত্যা মামলা দায়ের করেছেন। নিহত মেহেরুন্নেসার নামে থাকা জায়গাসহ চারতলা ভবনটি দখল নেয়ার জন্য মা ও মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। নিহত মেহেরুন্নেসার মেজো বোনের ছেলে মুশফিকুর রহমান এবং তার দোকানের কর্মচারী ইমনকে আটক করা হয়েছে। থানায় রেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশের উপ-কমিশনার (উত্তর) আব্দুল ওয়ারীশ বলেন, হত্যাকা-ে একাধিক লোক থাকতে পারে বলে ধারণা করছি। তারা দরজা ভাঙার জন্য শাবল নিয়ে গেলেও তা ব্যবহার করেনি। ঘরের আলমারি ভাঙা থাকলেও কিছু নিয়ে যায়নি। হত্যাকারীরা বাসার মূল ফটক দিয়ে প্রবেশ না করে অন্য কোনো দিক দিয়ে ঘরে ঢুকতে পারে।
এর আগে রোববার দুপুরে পুলিশ নগরীর খুলশী থানার আমবাগান আটার মিল এলাকার মেহের মঞ্জিল নামে একটি চারতলা নির্মাণাধীন ভবনের পানির ট্যাঙ্ক থেকে মা মনোয়ারা বেগম (৯৭) এবং তার মেয়ে অবসরপ্রাপ্ত রূপালী ব্যাংক কর্মকর্তা শাহ মেহেরুন্নসার বেগমের (৬৭) লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, মা’কে শ্বাসরোধ এবং মেয়েকে মাথায় আঘাত করে হত্যা করা হয়।