চট্টগ্রামে মাদক ব্যবসায়ী চক্রের সন্ধান, আটক ৯

চট্টগ্রাম মহানগরীতে অভিযান চালিয়ে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের ৯ সদস্যকে আটক করেছে র‌্যাব-৭। মঙ্গলবার (০৬ মার্চ) রাতে নগরীর সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোডের বরিশাল কলোনি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. ফয়সাল (২০), মো. জাকির আলম (২৮), মো. অলি (৪২), মো. সুমন (৩০),  মো. নুর ইসলাম (৩৫), মো. কাশেম (৩২),কালু মীর হোসেন (৩০), মো. নুরুল ইসলাম (৩৭) ও মো. আব্দুল খালেক (২২)।

র‌্যাব সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান জানান, সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে ৠাবের স্কোয়াড্রন লিডার সাফায়াত জামিল ফাহিমের নেতৃত্বে বরিশাল কলোনিতে অভিযান চালানো হয়েছে। অভিযানে ২টি প্লাস্টিকের বস্তা থেকে ৫৯১ বোতল ফেন্সিডিলসহ ৯ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, এ সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রটি ফেনী থেকে যোগসাজশে ফেন্সিডিলসহ নানা মাদকদ্রব্য সদরঘাটে এনে পাইকারি ও খুচরা দামে বিক্রি করে। উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ৬ লাখ। আসামিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সদরঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।