নগরীর ডবলমুরিং থানাধীন মনসুরাবাদে একটি ব্যাচেলর বাসা থেকে আমির হোসেন ভূঁইয়া (১৫) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক মিয়া জানান, আবদুল হাকিম সড়কের চৌধুরী ম্যানশনের ছাদে টিনের বেড়া দিয়ে ঘর তৈরি করে ব্যাচেলর বাসা হিসেবে ভাড়া দেওয়া হয়েছিল। ওই ঘরে থাকত কুমিল্লার লাঙ্গলকোট এলাকার কিশোর আমির হোসেন। স্থানীয় একটি থাই অ্যালুমিনিয়ামের আসবাবের দোকানে চাকরি করত সে। তার সঙ্গে একই দোকানের আরেক কর্মচারী থাকত।
ওই কর্মচারী পুলিশকে জানিয়েছে, প্রতিদিন দুইজনে একসঙ্গে চাকরিতে যেত। সোমবার আমির তাকে পরে আসবে বলেছিল। সে চাকরিতে না গিয়ে গলায় ফাঁস দিয়েছে।
এ ঘটনায় অপমৃত্যু মামলা এবং মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে জানিয়ে এসআই মানিক বলেন, ছেলেটির আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। তা খতিয়ে দেখা হচ্ছে।