চট্টগ্রামে বৃদ্ধা মঞ্জু সেন (৭০) হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে সদরঘাট পুলিশ।
শনিবার দিবাগত রাত ২টার দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ মোহাম্মদ আব্দুর রউফ।
গ্রেপ্তার দুইজন হলেন ফিরিঙ্গিবাজার এলাকার মফিজুল ইসলামের ছেলে মো. রুবেল (২২) ও আনোয়ারা উপজেলার মোহসেন আউলিয়া এলাকার মো. নুরুচ্ছফার ছেলে মো. আব্বাস (২৫)।
পুলিশ কর্মকর্তা আব্দুর রউফ আরটিভি অনলাইনকে বলেন, গ্রেপ্তারকৃত আসামিরা দুইজনে বৃদ্ধার স্বর্ণালংকার লুট করে গলাটিপে হত্যা করে।
সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন আরটিভি অনলাইনকে জানিয়েছেন, প্রাথমিকভাবে দুইজন ওই মহিলাকে হত্যা করে কানের দুল, আংটি ও মোবাইল ছিনিয়ে নেয়ার কথা স্বীকার করেছেন।
পুলিশ সূত্র জানা যায়, ফিরিঙ্গী বাজার শিব বাড়ি এলাকার বাসিন্দা মঞ্জু শুক্রবার সকালে প্রাতঃভ্রমণে বের হয়েছিলেন। ওই সময় মেরিন ড্রাইভের কাজ করার সময় তৈরি করা একটি ঘরে মঞ্জুকে টেনে ঢুকিয়ে ফেলে আব্বাস ও নোবেল। ওই সময় তার কাছে থাকা কানের দুল, আংটি ও মোবাইল সেট ছিনিয়ে নেয়ার জন্য গলা টিপে ধরলে মঞ্জু মারা যান। পরে মরদেহটি ঘর থেকে বের করে নদীর সংযোগ খালের পাশে জঙ্গলে ফেলে দেন তারা।
গ্রেপ্তার দুইজনই মাদকসেবী। মাদকের জন্য টাকা জোগাড় করতে তারা এ হত্যাকাণ্ড ও ছিনতাইয়ের ঘটনা ঘটায় বলে ধারণা করছে পুলিশ।
শুক্রবার বাসা থেকে হাঁটতে বেরিয়ে মঞ্জু সেন (৭৭) নিখোঁজ হন। নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর শনিবার দুপুরের দিকে নগরের সদরঘাট থানার অভয়মিত্র ঘাট (নেভাল-২) এলাকায় থেকে বৃদ্ধার মরদেহটি উদ্ধার করে পুলিশ। মঞ্জু সেন নগরের কোতোয়ালী থানার শিববাড়ি এলাকার মানিক চন্দ্র সেনের স্ত্রী।