চট্টগ্রামে বিপুল পরিমাণ নকল স্বাস্থ্য পণ্য জব্দ


ভ্রাম্যমান আদালতের অভিযানে চট্টগ্রামে বিপুল পরিমান নকল ও অনুমোদনহীন মাস্ক,নকল পিপিই ও হ্যান্ডসানিটাজার জব্দ করা হয়েছে। আজ সোমবার (২০ জুলাই) নগরীর গোলাম রসুল মার্কেটে মোবাইল কোর্টের সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। RAB-7, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও ঔষধ প্রশাসনের সহযোগিতায় এই মোবাইল কোর্টের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান। এসময় গোলাম রসুল মার্কেটের নিচ তলায় ১০ টি স্টোরে অভিযান চালানো হয়। ৯ টি স্টোরেই অনুমোদনহীন হ্যান্ডস্যানিটাইজার, নকল মাস্ক ও নকল পিপিই পাওয়া যায়। নকল/অনুমোদনহীন মাস্ক, পিপিই ও নকল হ্যান্ডসানিটাজার এর বিষয়টি ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক হোসেন মোহাম্মদ ইমরান পরীক্ষা করে সত্যতা পান। ১ টি স্টোরে কোনো অনিয়ম পায়নি মোবাইল কোর্ট। বর্ণিত অপরাধ আমলে নিয়ে ফোরকান স্টোরকে ৫০০০ টাকা, নুরানী স্টোরকে ৫০০০ টাকা, আকবর স্টোরকে ৫০০০ টাকা,কারতুয়া স্টোরকে ৫০০০ টাকা,আলিফ স্টোরকে ১০০০০ টাকা, এন স্টোরকে ৫০০০ টাকা, আল্লাহর দান স্টোরকে ১০০০০ টাকা, আরমান স্টোরকে ১০০০০ টাকা এবং জসিম স্টোরকে ৫০০০ টাকা অর্থদন্ড করা হয়। উল্লিখিত স্টোরসমূহ হতে বিপুল পরিমানে নকল মাস্ক,পিপিই জব্দ করা হয়। এছাড়াও মার্কেট কমিটির সদস্যদেরকে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করার জন্য নির্দেশনা দেওয়া হয়।