চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরীফা বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শরীফা বেগম একই এলাকার মো. কামাল হোসেনের স্ত্রী।
পরিবারের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন তালুকদার জানান, শরীফা বেগম নামে ওই গৃহবধূ বাসার সামনে কাপড় শুকাতে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।