চট্টগ্রামে তিনটি স্পটে অনুষ্ঠিত হবে বর্ষবরণের অনুষ্ঠানমালা। সিআরবি শিরীষতলা, ডিসি হিল ও পতেঙ্গা সি-বিচ। এই তিনটি স্পটকে ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থাগ্রহণ করেছে সিএমপি।
সোমবার (৮ এপ্রিল) বর্ষবরণ উপলক্ষে সিএমপির আয়োজিত আইন শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় সভা শেষে এই তথ্য জানান সিএমপি কমিশনার মো. মাহবুবর রহমান।
বৈশাখী অনুষ্ঠানকে বাঙ্গালির প্রাণের উৎসব উল্লেখ করে তিনি বলেন এসব আয়োজন সফল করতে আমরা সবসময় সচেষ্ট। এগুলো আমাদের প্রাণের উৎসব। আর উৎসব যাতে কোনভাবেই বিষাদে রূপ না নেয় তার জন্য আমরা নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবো।এসময় সন্ধ্যা ৬ টার মধ্যে বর্ষবরণের অনুষ্ঠান সমাপ্ত করার কথাও উল্লেখ করেন তিনি।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে চার স্তরে সিএমপির মোট ৫ হাজার পুলিশ সদস্য মাঠে থাকবেন জানিয়ে তিনি বলেন, অনুষ্ঠানস্থলের আশেপাশে সিএমপির কন্ট্রোলরুম থাকবে, ওয়াচ টাওয়ার থাকবে। প্রতিটা পয়েন্টে প্রতিজনকে সুইপিং ও স্ক্যানিং এর মধ্য দিয়ে যেতে হবে। নিরাপত্তার প্রয়োজনে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলেও জানান সিএমপি কমিশনার।
নিরাপত্তার স্বার্থে মুখোশ পরে ও ব্যাগ নিয়ে অনুষ্ঠানে না আসতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি ।