নগরীতে প্রশ্নফাঁসে জড়িত মো. আদিল (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে র্যাব। আদিল ফেসবুকের মাধ্যমে প্রশ্ন সংগ্রহ করে মাত্র ২০০-৩০০ টাকায় বিক্রি করত বলে জানিয়েছে র্যাব।
রোববার সকালে নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আদিল নগরীর অক্সিজেন এলাকার হলিচাইল্ড স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিল।
র্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক মিমতানুর রহমান বলেন, আদিলের মোবাইলে প্রায় সব বিষয়ের প্রশ্নই পাওয়া গেছে। ফেসবুকে আদিলসহ কয়েকজনের একটা গ্রুপ আছে। তারা প্রশ্ন সংগ্রহ করে। এরপর সেগুলো গ্রুপের সদস্যদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে মাত্র ২০০-৩০০ টাকায় বিক্রি করে।
গোপন সংবাদের ভিত্তিতে ফেসবুকে আদিলদের গ্রুপের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন মিমতানুর।