হাটহাজারী ও আনোয়ারা উপজেলায় পৃথক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন। মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১১ টা থেকে ১২টার মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, আনোয়ারা উপজেলার মাজার গেইট এলাকায় একটি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের তিন আরোহীকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মহিউদ্দিনকে (৪০) মৃত ঘোষণা করেন। এছাড়া রবিউল ইসলাম (১৭) ও মো.তারেক (২৫) হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিতসাধীন আছেন।
নিহত মহিউদ্দিন ফেনি জেলার সোনাগাজী থানার রঘুনাথপুর এলাকার মো.ছালেহ আহমদের সন্তান।
এদিকে হাটহাজারী উপজেলার নজুমিয়ারহাট এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রকাশ দাশ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার দিনগত রাত ১১টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রকাশ দাশ তিনি রাউজান উপজেলার গশ্চি নয়াহাট দাশপাড়া ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সম্ভু দাশের সন্তান।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক শিলাব্রত দাশ জানান, নজুমিয়াহাট একায় অজ্ঞাত একটি গাড়ি প্রকাশকে ধাক্কা দিয়ে চলে যায়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিতসক তাকে মৃত ঘোষণা করেন।