পাহাড়ধস ও ভূমিক্ষয় ঠেকাতে চট্টগ্রাম মহানগরীতে ‘জাদুর ঘাস’ খ্যাত বিন্না ঘাস লাগাতে আগ্রহ প্রকাশ করেছে থাইল্যান্ড।
রোববার দুপুরে চসিকের সম্মেলন কক্ষে মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে মতবিনিময়কালে থাইল্যান্ডের রাষ্ট্রদূত পানপিমন সুবন্নাপংসে এ আগ্রহের কথা জানান।
মেয়র বলেন, চট্টগ্রাম মহানগরীর ৪৭ ভাগই পাহাড়। এসব পাহাড়ে বিন্না ঘাস লাগানোর পরিকল্পনা রয়েছে চসিকের। এ কাজে থাইল্যান্ড সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে। আমরা একটি পাইলট প্রকল্প নিতে চাই।
তিনি জানান, রোববার সন্ধ্যায় থাই বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক হবে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) তারা গাড়ি ও হেলিকপ্টার যোগে চট্টগ্রামের পাহাড় দেখবেন। আগামী ২৮-৩১ মে থাইল্যান্ডের রাজা বাংলাদেশে আসবেন, ৩০ মে তিনি চট্টগ্রামে রাতযাপন করবেন। তখন তিনি বিন্না ঘাস প্রকল্পের উদ্বোধন করবেন। এদিকে চসিকও মন্ত্রণালয়ের অনুমোদনসহ আনুষঙ্গিক কাজ সম্পন্ন করবে।
তিনি বলেন, মিডিয়ার মাধ্যমে থাইল্যান্ড জেনেছ চট্টগ্রামে পাহাড়ধসে প্রাণহানি হয়। তাই তারা বিন্না ঘাস লাগানোর প্রস্তাব দিয়েছে। থাইল্যান্ডে এটি সফল হয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, কাউন্সিলর ইসমাইল বালি, চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন, প্রধান নগর পরিকল্পনাবিদ স্থপতি রেজাউল করিম প্রমুখ।