নিখোঁজের পাঁচদিন পর এক স্কুলছাত্রকে ‘মানসিকভাবে অপ্রকৃতিস্থ’ অবস্থায় পাওয়া গেছে। তার নাম শ্রীকান্ত দেবনাথ (১৩)। জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নিয়েছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (৩০ মার্চ) রাত দেড়টার দিকে নগরীর কর্ণফুলী থানার মইজ্যারটেক এলাকা থেকে শ্রীকান্তকে হেফাজতে নেয় পুলিশ।
নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি-পশ্চিম) মইনুল ইসলাম বলেন, গ্রীণ লাইন পরিবহনের একটি বাস থেকে শ্রীকান্ত মইজ্যারটেক এলাকায় নামে। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নিই। শ্রীকান্তকে অপহরণ করা হয়েছিল কি না কিংবা সে স্বেচ্ছায় কোথাও গিয়েছিল কি না এসব বিষয় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
এসি মইনুল জানান, শ্রীকান্ত অসংলগ্ন কথাবার্তা বলছেন। তাকে কিছুটা অপ্রকৃতিস্থ মনে হচ্ছে।
শ্রীকান্ত দেবনাথ নগরীর হালিশহর হাউজিং অ্যাস্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তরুন কান্তি নাথের ছেলে। একই এলাকার শহীদ লেফট্যানেন্ট জেনারেল মুশফিক (বীর উত্তম) উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। নগরীর উত্তর হালিশহরের আচার্য্যপাড়ায় তাদের বাসা।
তরুণ কান্তি নাথ সারাবাংলাকে জানান, গত ২৫ মার্চ বিকেল বাসা থেকে প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ হয় শ্রীকান্ত। ২৬ মার্চ হালিশহর থানায় সাধারণ ডায়েরি করা হয়।
নিখোঁজের দুইদিন পর অজ্ঞাত নম্বর থেকে তরুণকে ফোন করে মিষ্টির প্যাকেটে করে দুই লাখ টাকা নিয়ে কথিত অপহরণকারীদের আস্তানায় যেতে বলা হয়। বিষয়টি পুলিশকে জানান তরুণ। এরপর পুলিশ ওই মোবাইল নম্বরের ভিত্তিতে শ্রীকান্তের অবস্থান জানার চেষ্টা করে।
এসি মইনুল বলেন, বিষয়টি আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। সম্ভবত শ্রীকান্ত কোনো চক্রের ফাঁদে পড়েছিল। তদন্তে সবকিছু বেরিয়ে আসবে।