নগরীর খুলশী থানাধীন গরিবুল্লাহ শাহের মাজার সংলগ্ন শ্যামলী বাস কাউন্টারের সামনে এক নারী যাত্রীর ট্রাভেল ব্যাগে ২০ হাজার ইয়াবা পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১১ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাজেরা বিবি (৩৮) নামের ওই মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়।
র্যাবের সিনিয়র এএসপি শাহেদা সুলতানা জানান, আমাদের কাছে গোপন সংবাদ ছিল নারী পাচারকারীর সহায়তায় ইয়াবা যাচ্ছে। তারপর শ্যামলী বাস কাউন্টার এলাকায় নজরদারি বাড়ানো হয়। একপর্যায়ে একজন নারী যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় চ্যালেঞ্জ করা হয়। তার ট্রাভেল ব্যাগের সব কাপড়-চোপড় বের করার পর খালি ব্যাগের ওজন বেশি মনে হয়। তখন ব্যাগের রেকসিনের ভেতর সুকৌশলে লুকিয়ে রাখা ইয়াবাগুলো পাওয়া যায়।
উদ্ধার করা ইয়াবা ও আসামিকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।