চট্টগ্রামে তরুণীকে ছুরি মেরে পালালো তরুণ

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকায় লিপি ব্যানার্জি (২৫) নামে এক তরুণীকে ছুরি মেরে পালিয়েছে অজ্ঞাত পরিচয়ের এক তরুণ।

রোববার সকালে বন্দরটিলা এলাকার হানিফ জমিদার বিল্ডিংয়ের চারতলায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ইপিজেড এলাকা থেকে ওই তরুণীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় আনা হয়েছে। ওই তরুণীর পেটে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তিনি ক্যাজুয়াল্টি ওয়ার্ডে ভর্তি আছেন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন।

লিপি ব্যানার্জি স্বামী সৈকত চক্রবর্তীর সঙ্গে ওই বিল্ডিংয়ের চারতলায় ভাড়া বাসায় থাকেন তিনি।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা বলেন, ওই তরুণী তার পাঁচ বছরের বাচ্চাকে স্কুলে দিয়ে বাসায় ফিরছিলেন। চারতলায় বাসায় ঢোকার সময় পেছন দিক দিয়ে ছুরি মেরে এক তরুণ দ্রুত চলে যায় বলে পাশের বাসার এক মেয়ে জানিয়েছেন। প্রেম সম্পর্কিত বিষয় নিয়ে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ওই তরুণকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।