চট্টগ্রামে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে বাসায় ঢুকে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পাঁচ যুবককে গ্রেপ্তার হয়েছে। এরা হলেন- মহিউদ্দীন (২২), সাইমুন ইসলাম সাকিব (২২), আসিফ ইকবাল (২৫), রাজবীর হোসেন নয়ন (২২) ও মোশারফ হোসেন আকাশ (২২)।
ঘটনার ছয়দিন পর শুক্রবার ভোররাতে নগরীর চকবাজার থানার জঙ্গী শাহ মাজার গেইট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে চকবাজার থানার ওসি আবুল কালাম জানিয়েছেন।
তিনি বলেন, একটি সরকারি কলেজের মাস্টার্সের দুই ছাত্রী বাসায় ভাড়া থাকেন। গত ৭ জুলাই সেখানে তাদের এক বন্ধু ও শিক্ষক গেলে গ্রেপ্তার হওয়া পাঁচ জনসহ মোট ছয়জন বাসায় ঢুকে তাদের মারধর করে টাকা পয়সা নিয়ে ফেলে ও এক মেয়েকে ধর্ষণ করে বলে অভিযোগ করে।
মামলার তদন্ত কর্মকর্তা ও চকবাজার থানার এসআই ইয়াছির আরাফাত জানান, ছয় যুবক ডিবি পরিচয়ে জোর করে বাসায় প্রবেশ করে এবং চার লাখ টাকা চাঁদা দাবি করেছিল বলে ওই ছাত্রীর অভিযোগ।
এসময় তারা চারজনকে মারধর করে এবং সাকিব এক ছাত্রীকে ধর্ষণ করে তা মোবাইলে ধারণ করে রাখে।যাওয়ার সময় তারা তিনটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, নগদ সাত হাজার ৫০০ টাকা নিয়ে যায় বলে এজাহারের বরাত দিয়ে তিনি জানান।
এসআই ইয়াছির বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। অপর মোবাইল সেটটি পলাতক যুককের কাছে।
তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলে জানান তদন্ত কর্মকর্তা।