চট্টগ্রামে ছোরাসহ ছিনতাইকারী আটক

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড় এলাকায় অভিযান চালিয়ে ধারালো ছোরাসহ এক ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব-৭।

রোবাবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে নগরীর কেডিএস ফ্যাক্টরির সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক রাশেদ রানা (৩৫) কুমিল্লার মহেশপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অক্সিজেন কেডিএস ফ্যাক্টরি এলাকা থেকে রাশেদ রানাকে আটক করা হয়। এসময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে রানা। পরে র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে।

এসময় তার শরীর তল্লাশি করে দুটি ধারালো ছোরা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সম্প্রতি চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধে সে যুক্ত থাকার কথা স্বীকার করেছে বলে জানান মিমতানুর।