চট্টগ্রামে ছাত্রী নিপীড়নের অভিযোগে মামলা, পালিয়েছে প্রধান শিক্ষক

চট্টগ্রামের কর্ণফুলী থানায় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণীর তিন ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা হয়েছে। অভিযোগ উঠার পর পশ্চিম চরপাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই প্রধান শিক্ষক আবুল হাশেম পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার রাত ১২টার দিকে কর্ণফুলী থানায় মামলাটি দায়ের করেন নিপীড়নের শিকার এক ছাত্রীর বাবা।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছৈয়দুল মোস্তফা বলেন, বেশ কিছুদিন ধরে প্রধান শিক্ষক ওই ছাত্রীদের যৌন নিপীড়ন করে আসছিলেন। প্রথমদিকে ছাত্রীরা লোকলজ্জার ভয়ে কাউকে কিছু বলেনি। গতকাল বিষয়টা জানাজানি হওয়ার পর, আমরা প্রধান শিক্ষক আবুল হাশেমকে আটক করতে গিয়েছিলাম। তিনি পালিয়ে গেছেন। রাতে এক ছাত্রীর বাবা মামলা করেছেন। তিন ছাত্রী ও বাকি দুইজনের অভিভাবককে মামলায় সাক্ষী করা হয়েছে।

সূত্রমতে, স্কুলের নিয়মিত ক্লাশ শেষে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের কোচিং করান প্রধান শিক্ষক আবুল হাশেম। সেখানেই কয়েকজন ছাত্রীকে নিপীড়ন করে আসছিলেন তিনি।

নিপীড়নের শিকার এক ছাত্রী গত এক সপ্তাহ ধরে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে জানিয়ে ওসি বলেন, ওই ছাত্রী তার পরিবারের সদস্যদের কাছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করলে বিষয়টি জানাজানি হয়। এরপর আরও দুই ছাত্রী মুখ খোলে।

এলাকাবাসী সোমবার বিকেলে সংঘবদ্ধ হয়ে স্কুলে গেলে তার আগেই পালিয়ে যান প্রধান শিক্ষক।