চট্টগ্রাম মহানগরীতে বসবাসরত ছদাহার বিভিন্ন পেশাজীবীদের নিয়ে সংগঠন ছদাহা সমিতি চট্টগ্রাম এর আত্মপ্রকাশের অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। সমিতি মানে শুধু চাঁদা আদায় করে ব্যবসা নয়। ছদাহা সমিতিতে কোনো চাঁদা ছাড়া সবার সহযোগিতায় বিভিন্ন মিলনমেলার আয়োজন করবে। সবাই সবার সুখ দুঃখের সাথী হবে। জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় নগরীর এক অভিজাত রেস্তোরায় ছদাহা সমিতির আহবায়ক আহমেদ লালমিয়ার সভাপতিত্বে আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গতকাল সাতকানিয়াস্থ ছদাহার ইউনিয়নের বিভিন্ন শ্রেণির পেশাজীবীদের অংশগ্রহণে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সদস্য সচিব মো. হাবিবুল্লাহ। তিনি বলেন, সম্পূর্ণ অরাজনৈতিক উদ্দ্যেশ্যে এই সমিতির পদযাত্রা। ছদাহাকে একটি পরিবারের রূপে উপস্থাপন করবে এই সমিতি।
এছাড়াও বক্তব্য রাখেন, ছদাহা ইউনিয়নের চেয়ারম্যান মোসাদ হোসাইন চৌধুরী, মাহফুজুর রহমান ,সরওয়ার কামাল, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, ফরিদুল আলম,আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম, ব্যবসায়ী মুজিবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, ছদাহা সমিতি চট্টগ্রাম সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের একটি প্রতিচ্ছবি। শহরের মাঝখানে এক টুকরো ছদাহা স্বাদ দিবে এই সমিতি। শহরের বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজারো প্রতিভাকে একসাথে করবে। সাবার সম্মিলিত জয় ছড়িয়ে পড়বে আমাদের মাঝে।