চট্টগ্রামে গৃহবধু ধর্ষণের শিকার, গ্রেফতার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলায় চরলক্ষ্যা ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় ৪০ বছর বয়সী এক গৃহবধু ধর্ষণের শিকার হয়েছেন। পুলিশ অভিযুক্ত চার ধর্ষকের মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে।

শুক্রবার রাত ২টার দিকে এই ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলেন-মো.ইমরান (৩০),মো. শাহজাহান (৩২) এবং কাউসার হালিম মুন্না (১৮)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্তি উপ-কমিশনার আরেফিন জুয়েল জানান, কর্ণফুলীর চরলক্ষ্যা ইউনিয়নের গোয়ালপাড়ায় স্বামীর সঙ্গে রাগ করে ঘর থেকে বেরিয়ে যান ধর্ষনের শিকার ওই গৃহবধু। রাস্তায় হেঁটে যাওয়ার সময় চার যুবক মিলে তাকে রাস্তার ধারে নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। পরে ওই গৃহবধূ ঘরে ফিরে যান এবং স্বামীকে পুরো ঘটনা খুলে বলেন। ভোরে তারা কর্ণফুলী থানায় গিয়ে অভিযোগ করলে অভিযানে নামে পুলিশ। ধর্ষণের শিকার গৃহবধুটি থানায় মামলা দায়ের করে।

এ ঘটনায় জড়িত তিন যুবককে গ্রেফতার করা হলেও ধর্ষণের সঙ্গে জড়িত নুরুল আমীন (২৭) নামে আরও একজন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে। আসামীদের বিরদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। ঘটনার শিকার গৃহবধূকে প্রয়োজনীয় পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।