এসএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্ন ফাঁসের দায়ে নয়জন পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে নগরীর বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
আটক সবাই পটিয়া আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।
প্রশ্ন ফাঁসের দায়ে তাদের আটক করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী।