চট্টগ্রামে এলএনজি সরবরাহ মে মাসে

বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামে এলএনজি গ্যাস সরবরাহ শুরু হবে মে মাসে। আগামী ২৫ এপ্রিল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চিটাগাং চেম্বারের পরিচালক ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীরবিক্রম এ ঘোষণা দেন।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটায় আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে।

সভায় বিশেষ অতিথি হিসেবে আছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জাকির হোসেন ও পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মো. ফয়েজউল্লাহ। সভাপতিত্ব করছেন সিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।