চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ৯৯৮

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রথমদিনে ৯৯৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। সোমবার (০২ এপ্রিল) চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত বাংলা প্রথম পত্র পরীক্ষায় ৮১ হাজার ৬৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৮০ হাজার ৬৬৯ জন পরীক্ষার্থী অংশ নেন।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান জানান, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। নগরীসহ চট্টগ্রাম, কক্সবাজার, তিন পার্বত্য জেলার ১০০টি কেন্দ্রে অনুষ্ঠিত প্রথম দিনের পরীক্ষায় ৯৯৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

মোট পরীক্ষার্থীর মধ্যে মহানগরীসহ চট্টগ্রাম জেলার ৬৩টি কেন্দ্রে ৬০ হাজার ৬৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিয়েছে ৫৯ হাজার ৯৫২ জন, কক্সবাজার জেলার ১৪টি কেন্দ্রে ৮ হাজার ৩৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ হাজার ২৮৪ জন, রাঙামাটি জেলার ১০টি কেন্দ্রে ৪ হাজার ৮৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৭৮১ জন, খাগড়াছড়ি জেলার ৯টি কেন্দ্রে ৫ হাজার ৭৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৬৫৩ জন এবং বান্দরবান জেলার ৪টি কেন্দ্রে ২ হাজার ২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৯৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।

অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে মহানগরীসহ চট্টগ্রাম জেলায় ৭৩৪ জন, কক্সবাজার জেলায় ৮৬ জন, রাঙামাটি জেলায় ৫৮ জন, খাগড়াছড়ি জেলায় ৯৪ জন এবং বান্দরবান জেলায় ২৬ জন রয়েছে।