চট্টগ্রামে এইচএসসিতে পাসের হার ৬২.৭৩ শতাংশ

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৬২ দশমিক ৭৩ শতাংশ।

নগরীসহ, চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার ২৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯৬ হাজার ৮৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬০ হাজার ৭৫৫ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬১৩ জন।

বৃহস্পতিবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান জানান, এইচএসসিতে এবছর পাসের হার ৬২ দশমিক ৭২ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬১৩ জন। বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৩ দশমিক ১১ শতাংশ, মানবিকে ৫১ দশমিক ৬৯ শতাংশ ও ব্যবসা শিক্ষা বিভাগে ৬৮ দশমিক ০১ শতাংশ। চট্টগ্রামে শতভাগ পাশ করেছে এমন কলেজের সংখ্যা ৫টি। এগুলো হলো হালিশহর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ, ফৌজদারহাট ক্যাডেট কলেজ, বর্ডার গার্ড স্কুল এন্ড কলেজ এবং সীতাকু- গার্লস হাইস্কুল এন্ড কলেজ।

তিনি আরও বলেন, এর মধ্যে দেখা যাচ্ছে, মহানগরের কলেজগুলোর চেয়ে জেলা অনেক পিছিয়ে আছে। আমরা যেসব কলেজে শিক্ষার্থীরা খারাপ ফল করেছে সেসব কলেজকে ডাকব। তাদের পাঠদান উন্নত করার বিষয়ে আমাদের প্রয়োজনীয় পরামর্শ দেব। পাশের হার এবং জিপিএ ফাইভ পাওয়ার ক্ষেত্রেও এগিয়ে আছে চট্টগ্রাম মহানগরীর নামিদামি কলেজগুলো। চট্টগ্রাম কলেজ থেকে ৮৮৯ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ফাইভ পেয়েছেন ৪৯৩ জন। সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে ১৬৯১ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ফাইভ পেয়েছেন ৩২৯ জন। চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ থেকে ৭৮৭ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ফাইভ পেয়েছেন ১৫৫ জন। চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে ২ হাজার ৫৯ জন পরীক্ষায় অংশ নিয়ে ৭৯ জন জিপিএ ফাইভ পেয়েছেন। সিটি কলেজে গত বছরের চেয়ে জিপিএ ফাইভ কমেছে। চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে ১১২৭ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ফাইভ পেয়েছেন ৭৭ জন। ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে ৫৫ জন এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ফাইভ পেয়েছেন ৫১ জন।

শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, চট্টগ্রাম শিক্ষাবোর্ডে অধীনে এবার ১০০টি কেন্দ্রে এইচএসসিতে ২৫৩টি কলেজের ৯৭ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৯৬ হাজার ৮৫৮ জন। এর মধ্যে ৪৭ হাজার ৬২৮ জন ছাত্র ও ৪৯ হাজার ২৩০ জন ছাত্রী। এবছর বিজ্ঞান বিভাগে ২০ হাজার ৪৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৪ হাজার ৯৮৬ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১৮৭ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৮ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৬ হাজার হাজার ৪১ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৫৩ জন। মানবিক বিভাগ থেকে অংশ নেয় ৩৭ হাজার ৭৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৯ হাজার ৫২৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৭৩ জন।

এবার মহানগরীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাসের হার ৭৪ দশমিক ৬৯ শতাংশ। নগরসহ চট্টগ্রাম জেলার পাসের হার ৬৬ দশমিক ৭৪ শতাংশ। কক্সবাজার জেলায় পাসের হার ৬১ দশমিক ৬৬ শতাংশ। রাঙামাটি জেলায় পাসের হার ৪৯ দশমিক ৮৯ শতাংশ। খাগড়াছড়ি জেলায় পাসের হার ৩৬ দশমিক ৫১ শতাংশ। বান্দরবান জেলায় পাসের হার ৬২ দশমিক ৩১ শতাংশ।