চট্টগ্রাম নগরীতে এবার ইয়াবা পাচার করতে গিয়ে ধরা পড়েছেন একজন মাদ্রাসা শিক্ষক ও মসজিদের এক মুয়াজ্জিন। কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে গাজীপুরে যাবার পথে তারা নগরীর কোতয়ালী থানা পুলিশের হাতে ধরা পড়েন।
শুক্রবার (২৭ জুলাই) রাতে তাদের নগরীর স্টেশন রোড থেকে গ্রেফতার করা হয়েছে। এরা হলেন-মো. বেলাল (৩৯) ও আবুল বশর (৪৫)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, গ্রেফতারের পর বেলাল নিজেকে কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারকুপ এলাকার একটি জামে মসজিদের মুয়াজ্জিন এবং আবুল বশর নিজেকে একই উপজেলার হেদায়েতুল উলুম হেফজ খানা নামে একটি মাদ্রাসার শিক্ষক হিসেবে পরিচয় দিয়েছেন। এদের দুজনের কাছ থেকে আড়াই হাজার করে মোট পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
ওসি বলেন, বেলাল এবং বশর ইয়াবার ক্রেতা-বিক্রেতা নন। তারা মূলত পাচারকারী। কক্সবাজারের বিশেষ করে টেকনাফের যারা শীর্ষ মাদক ব্যবসায়ী আছেন তারা এই ধরনের অনেক মানুষকে ইয়াবা পাচারে ব্যবহার করেন। কারণ এদের দেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্দেহ করে না। প্রতি পিস ইয়াবা পাচারের জন্যে এদের ১১ টাকা করে দেওয়া হয় বলে বেলাল ও বশর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
এর আগেও কক্সবাজার থেকে ইয়াবা পাচার করেছেন বলে গ্রেফতার দুজন স্বীকার করেছেন বলে জানান ওসি।
বেলাল ও বশর কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার রাজোয়ারঘোনা ইউনিয়নের বাসিন্দা।