চট্টগ্রামে ইয়াবাসহ এক রোহিঙ্গা গ্রেফতার

চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা এলাকা থেকে তিন হাজার ইয়াবাসহ জাফর মিয়া (২৫) নামে এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে সিটি গেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রোহিঙ্গার জাফর মিয়ার বাড়ি মিয়ানমারের আকিয়াব জেলায়। বর্তমানে অবৈধভাবে চট্টগ্রামের পটিয়ায় বসবাস করে আসছে।

আকবর শাহ থানার ওসি জসিম উদ্দিন বলেন, ইয়াবার চালানটি টেকনাফ থেকে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন জাফর। সিটি গেইট চেকপোস্টে গ্রেফতার এড়াতে কৌশলে বাস থেকে নেমে হেঁটে যাচ্ছিল সে। তবে গতিবিধি সন্দেহজনক হওয়ায় পুলিশ তাকে আটক করে। পরে দেহ তল্লাশি চালিয়ে ৩ হাজার ইয়াবা পাওয়া যায়। তার নামে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।