চট্টগ্রাম জেলা ও নগরীতে প্রায় ১৩ লাখ শিশুকে খাওয়ানো হয়েছে ‘ভিটামিন এ’ ক্যাপসুল।
শনিবার সকালে নগরীর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কৈবল্যধাম নগর স্বাস্থ্যকেন্দ্রে এই কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। অন্যদিকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেলার কার্যক্রমের উদ্বোধন করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব হাসান মাহমুদ। এ সময় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকীও উপস্থিত ছিলেন।
সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সিভিল সার্জন ডা. আজিজুর বলেন, জেলার ১৪টি উপজেলার দুইশ ইউনিয়নের পাঁচ হাজার ৪৯টি কেন্দ্রে শনিবার ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলছে।
তিনি জানান, জেলার ১৪ উপজেলায় ছয় মাস থেকে ১১ মাস বয়সী ৮৩ হাজার ৭৮২ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ছয় লাখ ৬৮ হাজার ৯২২ জনকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী জানান, নগরীর ৪১টি ওয়ার্ডে ১২৮৮ বিরতিহীনভাবে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল। নগরীতে ছয় থেকে ১১ মাস বয়সী ৮০ হাজার শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী চার লাখ ৫০ হাজার শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কথা আছে।