চট্টগ্রামের সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রামের রাউজানের সত্তারঘাট এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন মারা গেছেন। বুধবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাউজানের পৌর সদরের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম গহিরা এলাকার রুবেল (৩০) ও তারেক (১৪)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন  জানিয়েছেন, ফটিকছড়ির মাইজভান্ডার দরবারমুখী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। পরে গুরুতর আহত অবস্থায় রুবেল ও তারেককে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। নিহত দুইজনই মোটরসাইকেল আরোহী ছিলেন।