চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সরকারি নির্দেশনা না মেনে গড়ে ওঠা তিনটি ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। আজ(২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত পরিচালিত অভিযানে ইটভাটা তিনটি উচ্ছেদ করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন ও র্যাবের উপ সহকারী পরিচালক আবুল কালাম আজাদ। উচ্ছেদকৃত ইটভাটাগুলো হল লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের অন্তর্গত এসবিএন, এসএমবি, সিবিএম ব্রিক ফিল্ড।
ইটভাটাগুলোতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রদত্ত লাইসেন্স নেই, নেই পরিবেশগত ছাড়পত্র, বন বিভাগের ছাড়পত্র ও বিএসটিআইয়ের মানপত্র। কৃষি জমি ও পাহাড় থেকে মাটি নিয়ে ইট উৎপাদিত হয়ে আসছিল। অনেকেই কৃষি জমি রক্ষার্থে দাবী জানিয়ে আসছেন। কোন কোন ইটভাটার পঞ্চাশ থেকে একশ মিটারের মাঝেই রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। পরিবেশ অধিদপ্তরের তথ্যানুযায়ী লোহাগাড়া উপজেলায় অধিকাংশ ইটভাটা অবৈধ। ফলে পর্যায়ক্রমে সবগুলো ইটভাটা উচ্ছেদ করা হবে। মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক অবৈধ ইটভাটা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।