চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নে পানি নিষ্কাশনের ৩টি সুইসগেইট বন্ধ রেখে ২৫ হাজার মানুষকে পানিবন্দি এবং ৪০০ একর ফসলি জমির ধান চারা ও ক্ষেত খামার ধ্বংস করে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী ও ভুক্তভোগী কৃষক পরিবার।
আজ রবিবার ২২ শে সেপ্টেম্বর দুপুরে উপজেলার শেখেরখীল মৌলভীবাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে এলাকাবাসীরা বলেন, ‘প্রতি বছরই বর্ষাকালে স্থানীয় প্রভাবশালীরা মাছ ঘেরের নাম করে সুইসগেইট বন্ধবন্ধ করে রেখেছে, যার ফলে পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে আমাদের বাড়ি ঘর ডুবে যায়, শত শত একর কৃষি জমি, ধান চারা ও লবন মাঠ ধ্বংস হয়ে যায়। জোরপূর্বকভাবে পানি নিষ্কাশনের ৩টি সুইসগেইট বন্ধ রেখে ২৫ হাজার মানুষকে পানিবন্দি করে রেখেছে তারা। নষ্ট করে ফেলেছে আমাদের কোটি টাকার ধান চারা ও ক্ষেত খামার। ধ্বংস করে ফেলেছে এলাকার সব কৃষি জমি।
আমরা প্রশাসনের নিকট দাবি জানাই, পানি নিষ্কাশনের ৩টি সুইসগেইট খুলে দিয়ে যেন আমাদের যেন রক্ষা করে। এবং এর পিছনে যারা জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়।