চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মো. ইলিয়াস হোসেনের সরকারি মোবাইল নাম্বার (০১৭১৩১০৪৩৩২) ক্লোন করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। শনিবার দুপুরের দিকে নিজের ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে ডিসি এ তথ্য জানান।
ডেপুটি কমিশনার চিটাগং নামে একটি পেজে লিখেন, ‘চট্টগ্রামের জেলা প্রশাসকের সরকারি নাম্বার ক্লোন করা হয়েছে। কেউ আর্থিক বা স্পর্শকাতর বিষয়ে যোগাযোগ করলে সর্তক থাকার অনুরোধ করা হলো।’ আবার এই পেজটি শেয়ার করেছেন ডিসি ‘ইলিয়াস হোসেন’ নামের নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকেও।
ডিসি নাম্বার ব্যবহার করে দুপুরের পর চট্টগ্রাম সিটি করপোরেশনের কয়েকজন কাউন্সিলরের কাছে ফোন করে ২০ হাজার টাকা করে চাঁদা দাবির কথা প্রকাশ পেলে বিষয়টি ডিসির নজরে আসে। এরপরই মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনকে বিষয়টি তিনি অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।মূলত বিদেশ থেকে একধরণের সফটওয়্যার ব্যবহার করে নাম্বার নকল করা বা ক্লোন করে এ কাজ করা হয়।
কয়েকদিন আগেও কুমিল্লা ও রাঙামাটির জেলা প্রশাসক এবং কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি মোবাইল নাম্বার ক্লোন করে চাঁদা দাবির অভিযোগ উঠেছিল।