চট্টগ্রামের আন্দরকিল্লা বদরপাতি এলাকার ঐতিহাসিক বদর পুকুরটি কালের আবর্তে অকেজো পুকুরে পরিণত হয়ে তার অস্তিত্ব হারাতে বসেছে । জানা যায়, এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে ঐতিহাসিক বদর পুকুরটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দিন সংস্কার কাজ শুরু করার উদ্যোগ নেন। গতবছর পুকুরটিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সংস্কার ও সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করায় এলাকাবাসী আশার আলো দেখেছিল। কিন্তু গত কয়েকমাস থেকে পুকুর সংস্কারের সব কাজ বন্ধ। এলাকাবাসী বলছেন, এতদিনের সংস্কার ও সৌন্দর্য বর্ধনের নামে যে টাকাগুলো খরচ হয়েছে তা শুধুই অপচয় হিসেবে গণ্য হওয়ার আশংকা রয়েছে।
এ বিষয়ে এলাকার সমাজকর্মী ও মানবাধিকার সংগঠক মোহাম্মদ নোমান লিটন বলেন, বৃহত্তর স্বার্থে বদর পুকুর সংস্কারে এলাকাবাসী এখন ঐক্যবদ্ধ হলেও প্রকল্পের সাথে জড়িত একটি স্বার্থান্বেষী মহল এই প্রকল্পের বিপুল অর্থ আত্মসাৎ এবং সংস্কার কাজে দূর্ণীতি আড়াল করতে নানা তালবাহানায় কাজ শেষ করার কোনোপ্রকার উদ্যোগ নিচ্ছে না।
এমতাবস্থায় বৃহত্তর চট্টগ্রামের ঐতিহ্য রক্ষার স্বার্থে এই ঐতিহাসিক বদর পুকুরের অস্তিত্ব টিকিয়ে রাখতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজনের সহৃদয় দৃষ্টি আকর্ষণ করেন তিনি। বদর পুকুরসহ চট্টগ্রামের কয়েকটি পুকুরের বেহাল দশায় উদ্বেগ প্রকাশ করছেন বেশ কয়েকটি পরিবেশবাদী সংগঠন। এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) চট্টগ্রাম চ্যাপ্টারের যুগ্ম সম্পাদক শ.ম.বখতিয়ার বলেন, ঐতিহ্যের ধারক বাহক চট্টগ্রামে অসংখ্য পুকুর জলাশয় ছিলো কিন্তু দুঃখজনক হলো, প্রায় পুকুর বিলুপ্ত। এখন হাতেগোনা যে কয়েকটি পুকুর আছে তাতেও পুকুর খেকোদের লোলুপ দৃষ্টি পড়েছে। এই বিলুপ্তপ্রায় পুকুরগুলো উদ্ধার ও সংস্কারে প্রশাসন ও সচেতন নাগরিকদের এগিয়ে আসা খুবই জরুরি। অন্যথায় চট্টগ্রাম হারাবে পুকুরের অস্তিত্ব। পরিবেশ প্রকৃতি ভয়াবহ হুমকির মধ্যে পড়বে অচিরেই।