নিউজ ডেস্ক : বৌদ্ধ ধর্ম মতে, মহামতি গৌতম বুদ্ধ নির্বাণ লাভের পর আষাঢ়ে পূর্ণিমা থেকে অশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস শেষে প্রবারণা পালন করেন। সেই থেকে বৌদ্ধধর্মীয় গুরুরা বর্ষাবাস শেষে দিনটি পালন করে আসছেন। এ উৎসবের প্রধান আকর্ষণ হলো সন্ধ্যায় আকাশে রঙিন ফানুস উড়ানো।
এ উপলক্ষে চট্টগ্রামের চেরাগী মোড় থেকে শুরু নন্দনকানন পর্যন্ত মানুষ আর মানুষ। ফানুস উড়িয়ে প্রবারণা পূর্ণিমা উৎসব পালন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীরা নয়, এই উৎসবে শামিল হয়েছেন অন্যান্য ধর্মাবলম্বীরাও।
আজ বুধবার সন্ধ্যা থেকে শুরু হয় এই উৎসব। উৎসবকে ঘিরে চারদিকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে পুলিশ।
চট্টগ্রামে প্রার্থনা করতে আসা এক দর্শনার্থী বলেন, এটি আমাদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। প্রতি বছর এইখানে আত্মীয়স্বজনদের মিলনমেলা বসে। বহদ্দারহাট থেকে তাই সোজা চলে এলাম। অনেক এনজয় করছি। তিনি ৩০টি ফানুস নিয়ে এসেছেন। সন্তানদের নিয়ে সেসব ফানুস উড়াচ্ছেন।
সিএমপি থেকে জানান, বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই উৎসবকে ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনমুখে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সাদা পোশাকেও পুলিশ কাজ করছে।