ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বড় দারোগার হাট এলাকায় গাড়ি চালানোর এক পর্যায়ে চালক ঘুমিয়ে পড়ায় পণ্যবাহী কাভার্ডভ্যান উল্টে মো. একরাম (২৫) নামে চালকের সহকারী নিহত হয়েছেন।এ ঘটনায় গাড়ির চালক রঞ্জু (২৮) আহত হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
মিরসরাই হাইওয়ে পুলিশের এসআই তোফাজ্জ্বল হোসেন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান অজ্ঞাতনামা আরেকটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটি উল্টে ঘটনাস্থলেই মারা যান সহকারী একরাম। আহত হন একই গাড়ির চালকও। পরে তাদের উদ্ধার করে মিরসরাই হাসপাতালে পাঠানো হয়। কাভার্ডভ্যান চালক ঘুমিয়ে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।