ঘন কুয়াশায় চট্টগ্রাম থেকে ফ্লাইট ছাড়তে বিলম্ব

ঘন কুয়াশার কারণে আবুধাবী থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে নামতে পারেনি। সেটি সিলেট বিমানবন্দরে অবতরণ করে। ফলে চট্টগ্রাম থেকে প্রথম ফ্লাইট সঠিক সময়ে ছেড়ে যেতে পারেনি। একইভাবে অন্যান্য ফ্লাইটও ২ থেকে ৩ ঘণ্টা বিলম্বে ছেড়ে যাচ্ছে।
 
জানা গেছে, ঘন কুয়াশার কারণে চট্টগ্রাম থেকে বাংলাদেশ বিমানসহ সব এয়ার লাইন্সের ফ্লাইট ছাড়তে বিলম্ব হয়েছে। নির্দিষ্ট সময়ে ফ্লাইট অবতরণ করতে না পারায় ছাড়তে পারেনি।
 
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার চট্টগ্রাম থেকে ঢাকায় বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট ছেড়ে যাওয়া কথা ছিল। কিন্তু সেটি আবুধাবী থেকে এলেও শাহ আমানতে নামতে পারেনি। ফলে সকাল ১১টায় প্রথম ফ্লাইট ছেড়ে যায়।