গ্রীণচাষি অ্যাওয়ার্ড ২০১৯ অর্জন করেছেন আলহাজ্ব আবুল বশর আবু। দেশের উন্নয়নে প্রোডাকশন খাতে অবদান রাখায় তিনি এ পদক পান।
আবুল বশর আবু মক্কা হ্যাচারী, সী ওয়ার্ল্ড ও বাশার গ্রুপ অব কোং’র চেয়ারম্যান এন্ড সিইও ।
গত ৭ মার্চ বৃহস্পতিবার ঢাকাস্থ ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স এ গ্রীণ ফাউন্ডেশন আয়োজিত মানবস্বাস্থ্য রক্ষায় অর্গানিক খ্যাদের ভূমিকা শীর্ষক আলোচনা ২০১৯ অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি’র হাত থেকে এ পদক গ্রহণ করেন। ।
এসময় উপস্থিত ছিলেন এফবিসিআই প্রেসিডেন্ট ও গ্রীন বাংলা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক।