গ্রাম ডাক্তারদের মিলন মেলা চট্টগ্রাম মেডিকেল সেন্টারে

মেডিকেল সেন্টার হাসপাতালে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমবায় সমিতি চট্টগ্রাম জেলা কতৃক আয়োজিত “হৃদরোগে প্রাথমিক চিকিৎসক বৃন্দের করণীয়” বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠান কেন্দ্রিয় কমিটির সভাপতি ডা. রবিউল কবিরের সভাপতিত্বে গত ২ ডিসেম্বর রবিবার অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক ও সংবর্ধিত অতিথি ছিলেন মেডিকেল সেন্টার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. মনিরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতলের কার্ডিওলজি বিভাগের প্রাক্তন সহকারী অধ্যাপক ও মেডিকেল সেন্টার হাসপাতালের সিসিইউ বিভাগের কনসালটেন্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা: এস সি ধর। তিনি বক্তব্যে বলেন “প্রাথমিক চিকিৎসকরা হচ্ছেন আদি চিকিৎসক। বাংলাদেশের গ্রামে-গঞ্জে প্রত্যেক মানুষেই চিকিৎসার জন্য গ্রাম ডাক্তারদের পরার্মশ গ্রহন করেন। তাদেরকে ধারাবাহিক প্রশিক্ষন প্রদানের মাধ্যমে সেবার মান বৃদ্ধি করলে হৃদরোগ থেকে অনেক মানুষ বেঁেচ যেতে পারেন। তারা চিকিৎসা ক্ষেত্রে গুরুত্ব পূর্ণ সহায়ক ভূমিকা পালন করেন”। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক ডা. মাসুদ আহমেদ , অধ্যাপক ডা. এ এ এম রাইহান উদ্দিন, মেডিকেল সেন্টার হাসপাতলের মেডিকেল ডিরেক্টর ডা. এ এ এম সাহেদ পারভেজ, মেডিকেল ডিরেক্টর ডা. রজত বড়–য়া, স্বাগত বক্তব্য রাখেন, মেডিকেল সেন্টার হাসপাতাল ইন্টারন্যাল অডিটর ইয়াছিন আরাফাত, ফুলেল শুভেচ্ছা জানান মেডিকেল সেন্টার হাসপাতলের জেনারেল ম্যানেজার শাহ আলম ভূঁইয়া। গ্রাম ডাক্তার কল্যাণ সমবায় সমিতি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ও মেডিকেল সেন্টার হসপিটলের মার্কেটিং ম্যানেজার রতন কুমার নাথের সঞ্চলনায় অন্যান্নদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি ডা. সাধন চন্দ্র নাথ, উপদেষ্টা ডা: সুভাষ চন্দ্র ভট্টাচার্য্য, ডা. অসিম দাশগুপ্ত, ডা. কিশোর লাল কুরী, ডা. মিলন শীল, ডা. স্বপন কুমার বিশ্বাস, ডা. অনুপ কুমার নন্দি, ডা. এস কে পাল, ডা. ব্রজ গোপাল নাথ, ডা. অবণী মোহন দাশ, ডা. পুস্প রাণী চৌধুরী, ডা: বিপ্লব দাশ, ডা. ফিরোজ , ডা. লোকমান, ডা. বিভূতি ভোষণ চৌধুরী, ডা. প্রদীপ দাশ, ডা. স্বপন মিত্র, ডা. স্বপ্না দাশ প্রমুখ।

আলােকিত সাতকানিয়া/এইচএম